ITS Academy

Edit Content

ইন্সট্রাক্টর সমূহ

CRB – Comeback Revision Batch (SSC 26) | ITS Academy

SSC পরীক্ষার আর বেশি দিন সময় নেই। এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি দরকার একটা গোছানো, গাইডেড প্রস্তুতি—যাতে অল্প সময়ে কনসেপ্ট ক্লিয়ার হয়, নিয়মিত প্র্যাকটিস হয়, আর পরীক্ষা দিয়ে নিজেকে বারবার যাচাই করা যায়।

CRB-তে আমরা তোমাদের পুরো প্রস্তুতি গুছিয়ে দেবো—কনসেপ্ট রিভিশন থেকে শুরু করে Daily/Weekly MCQ, ডাউট সলভিং, এরপর ৫০ সেট Practice Material + ৫০ সেট OMR দিয়ে ফুল প্র্যাকটিস, আর এগুলোর উপর Solve Class করে হাতে-কলমে প্রস্তুতি নিশ্চিত করা হবে।
এছাড়াও SSC পরীক্ষার জন্য সম্ভাব্য Prediction Question নিয়েও আলাদা গাইডলাইন থাকবে।

তুমি শুধু আমাদের সাথে ক্লাস করো, নিয়মিত এক্সাম দাও—ইনশাআল্লাহ SSC-তে ভালো ফলাফল করবেই।

FAQ (সাধারণ জিজ্ঞাসা)

যেকোনো সমস্যায় আগে ভিডিও দেখে নিন।

1) কোর্সটি কীভাবে কিনবো?

কোর্সটি কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখে নিন।

ভিডিও লিংক দেখুন
2) কীভাবে Private Facebook Group এ Join হবো?

Facebook private group এ Join হওয়ার জন্য নিচের ভিডিওটি দেখে নিন।

ভিডিও লিংক দেখুন
3) কীভাবে ক্লাস করবো?

ক্লাস করার নিয়ম বুঝতে নিচের ভিডিওটি দেখে নিন।

ভিডিও লিংক দেখুন
4) কীভাবে পরীক্ষা দিবো?

পরীক্ষা দেওয়ার নিয়ম জানতে ভিডিওটি দেখে নিন।

ভিডিও লিংক দেখুন
৳0 ৳2499
100% OFF
ক্লাস শুরু
১৫ জানুয়ারি, ২০২৬
কোর্স ডিউরেশন
৩ মাস
Features
Phase–1 (Concept Recovery)
  • ৬১টি Live Concept Class
  • প্রতিটি ক্লাস শেষে ৫টি Rapid Fire Question
  • পরদিন Daily MCQ Exam
  • Weekly MCQ Exam (পুরো সপ্তাহের উপর)
  • Weekly Zoom Doubt Solving Class (পুরো সপ্তাহের ডাউট ক্লিয়ার)
Phase–2 (Practice + Marathon + Prediction)
  • ৫০ সেট Practice Material + OMR Sheet
  • Practice সেটগুলোর উপর Marathon Solve Class
  • SSC 2026 Question Prediction Class
  • প্রতিটি ক্লাস শেষে Daily MCQ Exam
  • Weekly MCQ Exam
Phase–3 (Final Test)
  • একটি পূর্ণাঙ্গ Model Test (Exam Simulation)